কখনো যদি আপনার শহরের সৌন্দর্য নষ্ট করে গড়ে উঠা বস্তিতে গিয়ে দাঁড়ান, যদি রেললাইনের পাশে ছিন্নমূল মানুষদের ঝুপড়িতে কিছুটা সময় কাটান, যদি নিজের চোখে ওদের যাপিত জীবনের কিছু চিত্র আপনি দেখেন এবং সেগুলো নিয়ে ভাবেন। বিশ্বাস করুন তাহলে আপনার কাছে মনে হবে, যুগ যুগ ধরে পোষে রাখা আপনার এক একটা স্বপ্ন আসলে এক একটা ছলনা। মনে হবে,যেনো আপনার কল্পিত সব গল্পই ধোকা আর প্রতারণা।
যদি আপনার মনুষ্যত্ব বেঁচে থাকে তাহলে আপনার তখন মরে যেতে ইচ্ছে হবে। যদি আপনার বিবেক জেগে থাকে, তাহলে আপনি ভয়াবহ রকমের শক খাবেন। ভেতর থেকে আসা প্রচন্ড ধাক্কায় আপনি কেঁপে উঠবেন। তখন হয়তো আপনি বাস্তবতায় ফিরে আসতে পারবেন, বুঝতে পারবেন। নিজের জীবনের অংকটা আপনি ভুল সুত্রে করেছিলেন!
নিজ নিজ জীবন নিয়ে আমরা প্রত্যেকেই কিছু স্বপ্ন পুষি। নিজেদের মত করে কিছু গল্প কল্পনা করি।এরপর নিরন্তর ছুটে চলি স্বপ্ন পূরণের পথে। আপ্রাণ চেষ্টা করি কল্পনার গল্পকে বাস্তবে পরিণত করতে।ছোট্ট ছোট্ট, কিন্তু নিজেদের কাছে গুরুত্বপূর্ণ সেই স্বপ্নগুলোই হয়ে উঠে আমাদের জীবন। কল্পিত সব গল্পগুলোই হয় আমাদের বেঁচে থাকার অবলম্বন!অতি যত্নে লালিত স্বপ্নের কোন একটা ডালা ভেঙ্গে পড়লে আমরাও ভেঙ্গে পড়ি।
কল্পনায় লেখা গল্পের কোন প্যারা মুছে গেলে আমরাও মুষড়ে পড়ি।
বহু-রুপীদের এই সমাজে উদারতার মুখোশ পড়ে থাকলেও দিনশেষে আমরা সবাই স্বার্থপর, ভীষণ স্বার্থপর! নিজ নিজ স্বপ্ন আর কল্পিত গল্পের স্বার্থে আমরা সবই ভুলে যেতে পারি,পারি বাস্তবতা থেকে অনেক দূরে পালিয়ে বেড়াতে।
মুখোশের আড়ালে লুকিয়ে থাকা স্বার্থপর চরিত্র আমাদেরকে সমাজের ঐ মানুষগুলোর কথা ভাবতে দেয় না,যাদের কাছে স্বপ্ন দেখাটাও স্বপ্ন!কল্পনা করার অধিকারটুকুও যাদের কাছে কল্পিত গল্প। মিথ্যে অভিনয় আমাদের থেকে আড়াল করে রাখে ঐ জীবনগুলোকে, যেগুলো পথে শুরু হয়,পথেই শেষ হয়। মরে যাওয়া মনুষ্যত্ব আমাদেরকে ঐ মানুষগুলোর কাছে পৌঁছাতে দেয় না,ঘাম আর রক্তের গন্ধে যারা আজও নিজের জীবনের ঘ্রাণটুকু নিতে পারেনি!