করোনা ভাইরাস এর প্রভাবে লক ডাউনে থাকা পরিবার গুলো অনেক কষ্টে না খেয়ে জিবনযাপন করছে।সেই সকল গরীব মানুষদের সহায়তার জন্য কাজ করে যাচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ও শিক্ষকরা। এর সুবাদে রবিবার সরকারি এন ইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এর দশম শ্রেণির শিক্ষার্থীদের অর্থায়নে – ৪৫ টি অসহায় পরিবারে মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে উক্ত প্রতিষ্ঠানের মেধাবী তরুন ছাত্ররা।
তাদের কাছে সহায়তার বিষয় জানতে চাইলে তারা বলে
বর্তমান যে করোনার লকডাউন পরিস্থিতি বিরাজ করছে তার জন্য সকল বিত্তবান ব্যাক্তিদের সহায়তায় এগিয়ে আসার দরকার
গরীব ও অসহায় মানুষদের সহায়তার সময় উপস্থিত ছিলেন –
আযম,রাতুল,তনয়,খাব্বির,
রিফাত,বিভা,প্রান্ত,জিতু,নাবিল, মিথন,মুক্তা, মুন,হুমায়রা,নশিন,লুবনা,নুবা,মোহনা,ফাহিম,রুহুল, রাব্বি,হৃদি