আতাউর রহমান, কুমিল্লা ব্যুরো ।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় করোনা মোকাবেলায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টায় করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতি সন্তোষজনক। পুরো উপজেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ জন। আক্রান্ত উভয়েই দেশের অন্য অঞ্চল থেকে ব্রাহ্মণপাড়ায় এসেছে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে ও হতদরিদ্র পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা, সহকারী কমিশনার ( ভূমি ) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন ও ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারিদের নিরলস প্রচেষ্টায় ব্রাহ্মণপাড়ায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রায় শূন্যের কোটায় গিয়ে দাঁড়িয়েছে।
ব্রাহ্মণপাড়া উপজেলাবাসীর সুরক্ষা নিশ্চিতকরণে, সামাজিক দূরত্ব বজায় রাখতে, বাজার নিয়ন্ত্রণ করতে এবং সকল প্রকার সরকারী নির্দেশনা বাস্তবায়নের জন্য মাইক হাতে প্রচার কার্যক্রম পরিচালনা আবার কখনওবা খাদ্যসামগ্রীর প্যাকেট হাতে নিয়ে বিরামহীনভাবে সহকারী কর্মকর্তাদের নিয়ে অসহায় হতদরিদ্র মানুষের পাশে ছুটছেন তাঁরা ।
ব্রাহ্মণপাড়ার ইউএনও, এসিস্ট্যান্ট , টিএইচও, থানার অফিসার ইনচার্জ ( ওসি)সহ সেনাবাহিনীর সদস্যদের সাথে নিয়ে নিয়মিত উপজেলার ৮টি ইউনিয়নে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ও হতদরিদ্র পরিবারের খাদ্যসঙ্কট নিরসনের জন্য গুরুত্বপূর্ণ স্থানে সামাজিক দুরুত্ব নিশ্চিত করতে, বিদেশ ফেরৎ ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে ফেরা ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে ও জনগণকে বাড়ি থেকে বের না হতে ব্যাপকভাবে প্রচার- প্রচারণা চালাচ্ছেন দিনরাত । এছাড়াও সরকারি নির্দেশনা উপেক্ষা করে অপ্রয়োজনে বাড়ির বাহিরে আসা পথচারীদেরকে বিভিন্নভাবে সচেতনতামূলক দিকনির্দেশনা দিচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা