করিমগঞ্জ, কিশোরগঞ্জ
মনবতার ফেরিওয়ালার আর এক নাম পল্লী চিকিৎসক রাহুল বিশ্বাস। হ্যা আজকে এমন একজন মানুষের কথা জানাবো সংবাদ মাধ্যমে আপনাদেরকে।
রাহুল বিশ্বাসের আরেক নাম পল্লী ডাক্তার ভাই। রাহুল বিশ্বাস হলেন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা ২ নং গুজাদিয়া ইউনিয়নের খয়রতহাঠি গ্রামের মৃত সত্যেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে।
করিমগঞ্জের গুজাদিয়া ইউনিয়নের মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি রাহুল বিশ্বাসের মা-বাবার ইচ্ছা ছিল ছেলেকে বড় ডাক্তার বানাবেন যাতে সে অসহায় প্রতিবন্ধীদের চিকিৎসা দিতে পারেন । কিন্তু বাবার অকাল মৃত্যুতে তা আর হয়ে উঠেনি। রাহুল বিশ্বাস এখন একজন আর্দশ পল্লী চিকিৎসক হিসাবে গ্রামের অসহায় ৪০ জন প্রতিবন্ধীদেরকে বিনামুল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও ত্রান বিতরন করে যাচ্ছেন। মা বাবার ইচ্ছা পূরণ করতে না পারলেও বতর্মানে করোনা মোকাবেলায় সাহসিকতা ও ন্যায়পরায়নতা দেখিয়ে যাচ্ছেন।
রাহুল বিশ্বাসের জনম দরদী মা সুধা রানী বিশ্বাস শখের গহনা বিক্রি করে ১৯,০০০/ টাকা ছেলের হাতে তুলে দেন। যাতে এই দূর্যোগ সময়ে গ্রামের অসহায় প্রতিবন্ধীদের পাশে দাড়াতে পারেন। মায়ের দেওয়া টাকা থেকে ২০ টি পরিবারের মাঝে তিনি কোরআন শরীফ কিছু খাবার ও ঔষধ বিতরন করেন।
রাহুল বিশ্বাস ফেসবুকে স্ট্যাটাস দেন- তোমার মত মা পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি। এক সময় আমার মনে হত আমার মত এত দুঃখী অবহেলিত এ সমাজে আর কেহ নেই। আপনার সব সময় আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করতে পারি।
আমি প্রতিবন্ধী হলেও
দেশের বোঝা নই।
রাহুল বিশ্বাস নিজের অর্থায়নে ‘মানব কল্যাণ ফাউন্ডেশন’ ও প্রবাসী জনাব মাহফুজুল হক হায়দার, সাংগঠনিক সম্পাদক, নিউইয়র্ক এর সহযোগিতায় প্রতিদিন গ্রামে গ্রামে জীবাণু নাশক স্প্রে, সাবান, মাস্ক, ইফতার বিভিন্ন ত্রাণ নিজ উদ্যোগে ঘরে ঘরে পৌঁছে দেন। আবার বিনামুল্যে প্রতিবন্ধীদের প্রাথমিক চিকিৎসা সহকারে ঔষধ পযর্ন্ত বিতরণ করে যাচ্ছেন। যা এক বিরল ঘটনা।
রাহুল বিশ্বাসের গ্রামে ছোট একটি ঔষধ দোকান আছে তাহতে প্রতিদিন ২০০ টাকা থেকে ২৫০ টাকা ইনকাম হয়। যা দিয়ে সংসার খরচ ও ছোট দুই বোনের লেখাপড়ার খরচ চালাতে তার হিমশিম খেয়ে যায়।
রাহুল বিশ্বাসের একটাই চাওয়া এলাকার বিত্তবান লোকেরা যেন তাকে সার্বিকভাবে সাহায্য করেন। যাতে করে তিনি দেশের অসহায় প্রতিবন্ধীদের পাশে দাড়াঁতে পারেন এবং মায়ের ইচ্ছে প্রতিবন্ধীদের বিনামুল্যে চিকিৎসা দেওয়া তা যেন সে পূরণ করতে পারেন।
উল্লেখ্য যে, দেশ ও জাতির এই সংকটকালে তিনি সমাজের বিত্তবান তথা যার যার জায়গা থেকে এগিয়ে আসার আহ্বান জানান।