করোনা ভাইরাস নিয়ে উদ্ভূত এই পরিস্থিতিতে বাজারে নেই মানুেষর কোলাহল। এমন পরিস্থিতিতে যেখানে গ্রামের মানুষের নিজেদের খাবার জোগাড় করাই অনেকটা কঠিন হয়ে পড়েছে। সেখানে কুকুরকে নিয়মিত খাবার প্রদান করে এক অনন্য দৃষ্টি স্থাপন করেছেন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার একজন গরিব নাপিত।
উল্লেখ্য তিনি শাহজাদপুর উপজেলার ইসলামপুর ডায়া বাজারে তার কোনো নিজস্ব সেলুন না থাকায় তিনি খোলা জায়গায় নাপিতের কাজ করেন।সেখান থেকেই কুকুরের সাথে গড়ে ওঠে তার বন্ধুত্ব।করোনার এই পরিস্থিতিতে বাজার বন্দ্ধ থাকলেও সে নিয়মিত কুকুরকে খাবার প্রদান করে আসছে।তার এই মহৎ কাজটি মানবিকতার এক উজ্জল দৃষ্টান্ত।