চট্টগ্রাম প্রতিনিধি
নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ড দক্ষিণ হালি শহর ওয়ার্ডে লকডাউনে থাকা ঘরবন্ধি গরীব দিনমজুর অসহায় পরিবারের মাঝে ইপিজেড-দক্ষিণ হালি শহরের সিমেন্ট ক্রসিং এলাকায় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার পৌছে দিলেন কাউন্সিলর হাজ্বী মোঃজিয়াউল হক সুমন।প্রধানমন্ত্রীর উপহার বিতরণ কালে কাউন্সিলর সুমন বলেন,বর্তমান সরকারের ঘোষিত ঘরে ঘরে খাদ্য পৌছে দেয়ার যে মিশন, তা আমরা প্রাণপন চেষ্টা করে যাচ্ছি।
ওয়ার্ডে বসবাসরত সকল অসহায় দিনমজুর অবশ্যই ত্রাণ বা সরকারী সহায়তা পাবেন। কোন অসহায়-দুস্থ পরিবার ত্রাণ না পেলে আমাকে জানাবেন আমি তা পৌছে দিতে চেষ্টা করবো।
৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড‘এ সহায়তা কার্যক্রম পর্যায়ক্রমে প্রায় ৮০(আশি) হাজার পরিবারকে দেওয়া হবে বলে তিনি ঘোষনা দেন। এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর হাজী মোঃআসলাম, আঃলীগ নেতা সেলিম আফজাল, হাজী আবছার সওদাগর, কাউন্সিলর পরিষদের সদস্য হাজী ফরিদুল আলম, মোঃইলিয়াছ, হাজীআব্দুররউফ, হাজী আক্কাস সওদাগর, মোঃইউসুফ, মোঃআইয়ুব, যুবলীগের জামাল হোসেন, আনোয়ার হোসেন বেলাল, জসিমউদ্দিন, খাইরুলবশর, ছাত্রলীগের ইফতেকার হোসেন জিসান সহ স্থানীয় গন্য-মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
করোনা ভাইরাস বিস্তার প্রসঙ্গে কাউন্সিলর সুমন আরো বলেন, আমার এলাকায় এই পর্যন্ত ৩জন রোগি শনাক্তহয়েছে।সেই এলাকা গুলো প্রশাসনের সহায়তায় লকডাউন করাহয়েছে, জনগণকে কঠোরভাবে সচেতন হবার জন্য প্রশাসনের সাথে আমি করে যাচ্ছি, গার্মেন্টস শিল্প ও বন্দর কার্যক্রম সাময়িক খোলা থাকায় শ্রমিকরা নানা কারণে রাস্তায় বের হয়ে করোনা ভাইরাস বিস্তার রোধে ঝুঁকিতে আছি আমরা।তাই সকল জনগণকে সাথে নিয়ে এই মহামারি প্রতিরোধে সর্বাত্মক চেষ্টা করে যাবার ঘোষনা দেন সরকার সর্মথিত কাউন্সিলর হাজী জিয়া-উল হক সুমন।সামাজিক দূরত্ব বজায় রেখে এই ত্রাণ বিতরণ কার্যক্রম সর্বাত্মাক সহায়তা করেন কাউন্সিলর পরিষদের সদস্যরা।