নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া।
করোনা ভাইরাসের প্রভাবে থমকে গেছে পুরো দেশের অর্থনৈতিক চাকা।থমকে গেছে দেশের নিম্ন আয়ের শ্রেণির লোকদের জিবন-যাপন। শরজমিনে কাজ করে তাদের সাথে কথা বললে তারা বলেন নিজের চোখের সামনে স্ত্রী, সন্তান কষ্ট করবে খাবারের জন্য তা সহ্য হয়না।তাই বাধ্য হয়ে কাজের সন্ধানে বের হয়েছি।তাদের মধ্যে অনেকেই আবার কোন কাজ ছাড়াই দিন-শেষে বাড়ি ফিরতে হচ্ছে।
তাদের কে সরকারি ত্রানের কথা বলা হলে তারা বলেন সরকার যে ত্রান দিচ্ছেন তাতে ১সপ্তাহ চলাই সম্ভব নয়।আবার অনেকেই বলছেন আমরা এখন পর্যন্ত কোন সহযোগিতা পাইনি।এমন অবস্থা চলতে থাকলে দেশে ভয়াবহ অবস্থা বিরাজ করবে তা খুব সহজেই বুঝা যাচ্ছে।