কানাইঘাট প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র বাফেলো শাখার আহবায়ক,দপ্তর সম্পাদক নিউইয়র্ক ষ্টেট আওয়ামীলীগ,সিলেট ল কলেজ ছাত্রলীগের সাবেক ২ বারের সফল সভাপতি এম. মোস্তাক আহমদে এর পক্ষ থেকে রমজান মাসের “ফুড প্যাক” বিতরণ করা হয়েছে। করোনা মহামারীর শুরুর সময় থেকে উনি দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন। এখনো উনার ব্যক্তিগত উদ্দেগে আমাদের নিজ নির্বাচনী এলাকা সহ সিলেট শহরের মধ্যবিত্ত নিম্নমধ্যবিত্ত পরিবারকে যথাসাধ্য সাহয্য করতেছেন। সাদামনের মানুষ এম.মোস্তাক আহমদ’র দান আল্লাহ কবুল করবেন ইনশাহ আল্লাহ।
সমাজে বিত্তবানদের আর উদার হস্তে দান করার জন্য অনুরোধ করছেন।