খাগড়াছড়ি পার্তব্য জেলার মানিকছড়ি লক্ষিছড়ি সড়কে ব্রিজ নির্মাণাধীন এক শ্রমিকে রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল ৫মে (মঙ্গলবার) লক্ষিছড়ি মানিকছড়ি সড়কের হাতিয়াছড়া এলাকায় ইমরান হোসেন সাকু (১৭) নামের এই শ্রমিকের মৃত্যু হয় তবে সহকর্মীদের দাবি আত্নহত্যা করেছে ইমরান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় তাদারকি প্রতিষ্টান রানা বিল্ডার্সের আওতায় লক্ষিছড়ির জাকির এন্টারপ্রাইজে প্রতিদিনের মত১০ জন শ্রমিক কাজে যোগ দেন। প্রচন্ড পানির পিপাসা পেয়ে ইমরান হোসেন সাকু নামের ঐ শ্রমিক নির্মাণাধীন ব্রিজের পাশেই থাকার ঘরে পানিপান করতে যায় ফিরতে দেরি দেখে দুখু মিয়া নামের আরেক শ্রমিক ডাকতে গিয়ে ইমরানকে গালাই ফাঁসদেয়া অবস্থায় দেখে চিৎকার করে উঠলে বড় ভাই দিপু মিয়া দূরে যায় অতঃপর লক্ষিছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক উম্মে ছালমা তাকে মৃত ঘোষনা করে বলেন ইমরান হোসেন হাসপাতালে আসার আগেই মারা গেছেন তবে শরীরে আগাতের কোন চিহ্ন অথবা ফাঁসদিয়ে মরার কোন লক্ষন দেখা যায়নি।
ঠিকাদারের নিজস্ব প্রকৌশলী তপু আহম্মদ জানান ঘটনাটি শোনার পরপর আমি ছুটে আছি এ সম্পর্কে আমি নিদৃষ্ঠ করে কিছু বলতে পরছিনা। লক্ষিছড়ি থানার অফিসার্স ইনচার্স হুমায়ন কবির জানান ঘটনা জানার পর তদন্ত কাজ শুরু করেছি জিজ্ঞাসাবাদের জন্য বাকি শ্রমিকদের আটক করা হয়েছে খুব শিঘ্রই ঘটনার সততা বের হবে। বড় ভাই দিপু মিয়া বাদি হয়ে লিখিত অবিযোগ করলে (মামলা নং ০১ তাং ৫/৫/২০২০) অপমৃত্যুর মামলা নেয়া হয়। লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলাসদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত ইমরান হোসেন কুড়িগ্রাম জেলার উপজেলা থেকে গত আড়াইমাস আগে এখানে আসেন। তিনি চিলমারী থানার মনতলা গ্রামের মোঃ নজির হোসেনের ছেলে।