বগুড়া প্রতিনিধিঃ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুরা হবে আগামী দিনে রাষ্ট্রের কর্ণধার। সেই জন্য শিশুর দৈহিক বৃদ্ধি, মানষিক বিকাশ ও স্বাস্থ্য বিধি সম্পর্কে আমাদের দায়িত্বশীল ও সচেতন হতে হবে। এরই ধারাবাহিকতায় গতকাল বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চত্তরে ৫ বছরের ছোট শিশুদের মধ্যে গুড়ো দুধ বিতরন করা হয়।
গুড়ো দুধ বিতরন করেন শিবগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ সাবু। এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ইমরান হোসেন চৌধুরী, কামাল উদ্দিন সরকার, ইউপি সচিব হেলাল উদ্দিন, ইউপি সদস্য তোজাম্মেল হোসেন তোজাম প্রমুখ।