বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতাল আইসোলেশন ২৫০ শয্যা হাসপাতাল থেকে আজ বুধবার ৫ করোনা রোগী সুস্থ হওয়ায় তাদের ছুটি দেওয়া হয়েছে।
এসময় তাদের ফুলেল শুভেচ্ছা ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১০০০০ টাকার চেক প্রদান করা হয়। করোনা জয়ী ব্যক্তিরা হলেন জেলার সারিয়াকান্দি উপজেলার রিপন (২৫), মামুনুর রশিদ (২৮) সোনাতলার কোহিনুর (৪৭), ধনুটের নুরুন্নবী (২৮), বগুড়া সদরের জাহিদুল ইসলাম (৪০)। সুস্থ হওয়া সকলেই ডাক্তার, নার্স, ও চিকিৎসা সেবায় নিয়োজিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। এসময় “আমরা করব জয়” গানের মাধ্যমে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের বিদায় জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম আলী বেগম, মোহাম্মদ আলী হাসপাতালে তত্বাবধায়ক ডাঃ এটিএম নুরুজ্জামান সঞ্চয়, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামির হোসেন মিশু, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন, আরএমও ডাঃ শফিক আমিন কাজল সহ অন্যান্য স্বাস্থ্যকর্মি। মোহাম্মদ আলী হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ এটিএম নুরুজ্জামান সঞ্চয় জানান,, তাদের হাসপাতালে করোনায় আক্রান্ত চিকিৎসাধীন কোন রোগী মৃত্যু বরন করেনি।