নাসিরনগর (ব্রাম্মণবাড়িয়া)প্রতিনিধি।
করোনা ভাইরাসের ফলে শিক্ষা প্রতিষ্টান বন্ধ হওয়ায়।বাংলাদেশ টেলিভিশনে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে।কিন্তুু বিভিন্ন কারণে নাসিরনগরের শিক্ষার্থীরা অংশগ্রহন করতে পারছেনা।এমত অবস্থায় তাদের শিক্ষা-কার্যক্রমে যেন কোন ব্যাঘাত না ঘঠে তাই ক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে নয়,শিক্ষার্থীদের বাড়িতে প্রশ্ন পৌঁছে দিয়ে পরীক্ষা নেয়া এবং ১৪দিন পর খাতা সংগ্রহ করে মূল্যায়নের নির্দেশ দিয়েছেন ব্রাম্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও)।
সভায় উপজেলার সকল স্কুল,কলেজ ও মাদ্রাসার প্রধানরা উপস্থিত ছিলেন।
সভায় শিক্ষার্থীদের বাড়ি বাড়ি পৌঁছে দিতে শিক্ষকদের প্রশ্ন তৈরির নির্দেশনা দেয়া হয়।উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সামাজিক দুরত্ব বজায় রেখে শিক্ষকদের নিয়ে,আমরা ঘরে বসে লিখি,শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে সভায় উপজেলা শিক্ষা কর্মকর্তা,একাডেমিক সুপারভাইজারসহ ২৭টি স্কুল,কলেক ও মাদ্রাসার প্রধানরা উপস্থিত ছিলেন।