নবীগঞ্জ প্রতিনিধি,
সিলেট মহানগর ছাত্রদলের সাবেক গনসংযোগ বিষয়ক সম্পাদক এবং মদন মোহন কলেজ বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহব্বায়ক জহিরুল ইসলাম আলালের উপর সন্ত্রাসী হামলা তীব্র নিন্দা জানিয়েছেন নবীগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা দিপু আহমেদ।
(বুধবার ৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দিপু আহমেদ বলেন, বিশ্বে অদৃশ্য প্রাণগাতী কোভিড১৯ ভাইরাসের কারণে সারা পৃথিবীর মানুষ মানবেতর জীবন যাপন করছেন। সেই ধারাবাহিকতায় সমগ্র দেশবাসী আজ লকডাউনে এবং চরম হতাশগ্রস্থ ও আতংকের মধ্যে দিয়ে প্রত্যেকটি মুহুর্তে অতিবাহিত করছেন। যখন সবাই এই সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন ঠিক সেই মুহুর্তে মেধাবী ছাত্রনেতা জহিরুল ইসলাম আলালের উপর সন্ত্রাসী হামলা অত্যন্ত ন্যাক্কার জনক ঘটনা । অবিলম্বে ছাত্রনেতা আলালের উপর হামলাকারীদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী জানান এবং যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দেওয়ার আহবান জানান।