বগুড়ায় গত ২৪ ঘন্টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে পাঠানো ১৮৮ টি নমুনা পরীক্ষার ফলাফলে ৬ জনের শরীরে কোভিড-১৯ করোনা ভাইরাস ধরা পড়েছে। এর মধ্যে বগুড়া জেলার ১৬০ টি নমুনা পরীক্ষার ফলাফলের মধ্যে ৫ জন পজেটিভ, জয়পুরহাটেেের ২৩ জনের, নমুনা পরীক্ষার ফলাফলে ১ জনের পজেটিভ এসেছে।
এছাড়া সিরাজগঞ্জের ১ টি গাইবান্ধার ২টি গাজীপুরের ১টি এবং কুষ্টিয়ার ১টি নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন। বগুড়ায় আক্রান্ত ৫ জনের ৪ জনই সদর উপজেলার উপশহর ও বৃন্দাবন পাড়া এলাকার অপর জন শাজাহানপুরের গন্ডগ্রাম এলাকার। এ নিয়ে বগুড়ায় মোট করোনা পজেটিভ রোগীর সংখ্যা ৩০ জন। গতকাল ৫ জন সুস্থসহ মোট সুস্থ হয়েছেন ৭ জন। চিকিৎসাধীন আছে ২৩ জন। অপরদিকে বৃন্দাবনপাড়ায় ৩ ব্যক্তি করোনা আক্রান্ত হওয়ায় তাদের ৩ টি বাড়ি সহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন ঘোষনা করা হয়েছে।