খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্তায় এরাকো চাকমা নামের এক আসামি পালিছে। দায়িত্বে অবহেলার কারনে ৪ পুলিশ সদেস্যকে ক্লোজ করা হয়েছে বলে নিশ্চিত করেছে খাগড়াছড়ি জেলা পুলিশ।
৭ মে (বৃহস্পতি বার) ভোরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় এরাকো চাকমা ৬মে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার আইয়ুব নগরের আঃ রহিমের বাসায় চুরি করতে যায় এক সময় আঃ রহমান বুঝতে পেরে চিৎকার করে উঠলে পার্শবর্তী এলাকা ও প্রতিবেশীদের গনদুলায়ের স্বীকার হয়া। অতঃপর পুলিশ পাহাড়ায় চিকিৎসার জন্য হাসপালে ভর্তি করা হলে আজ ভোর (শেষ রাতে) হাতকড়াসহ হাসপাতাল থেকে পালিয় যায় সে। এরাকো চাকমা একই উপজেলা মনিক্কা পাড়ার আবোদা চাকমার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায় এরোকা চাকমা এর পূর্বেও এসব কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন।
খাগড়াছড়ি পুলিশ সুপার আব্দল আজিজ ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, আসামিকে গ্রেফতারে আবিযান চলছে। দায়িত্বে অবহেলার অভিযোগে ৪ পুলিশ সদেস্যকে আপাতত ক্লোজ করা হয়েছে পরে তদন্ত সাপেক্ষ বিধিগত ব্যবস্থা গ্রহন করা হবে।