(বগুড়া) প্রতিনিধিঃ
সারা বিশ্বে পড়েছে করোনার প্রভাব। বাদ যায়নি বাংলাদেশেও। মহামারী করোনা ভাইরাসের কারনে অসহায় ও কর্মহীন হয়ে পড়া পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার গুজিয়া গার্লস্ স্কুল এ্যান্ড কলেজ মাঠে পউস ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও কর্মহীন হয়ে পড়া ১৫০ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী, শাড়ি, লুঙ্গি, ফলজ গাছের চারা বিতরন করেন পউস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ বুলবুল আহম্মেদ বুলু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, গোলাম রব্বানী, শিবগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান, তোফায়েল আহম্মেদ সাবু, পউস ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক, আব্দুল মোমিন মুন্নু, সভাপতি আবু বক্কর ছিদ্দিক, আরিফুল ইসলাম, নুরনবী প্রমুখ।