নাসিরনগর(ব্রাম্মণবাড়িয়া)প্রতিনিধি।
আজ ১৪ রমজান সুলতানুল আরেফিন বিশ্ববিখ্যাত দরবেশ হযরত আবু ইয়াজিদ আল বায়েজিদ বোস্তামী(র.),র ওফাত দিবস।
জন্ম:হযরত বায়েজিদ বোস্তামী (র.) ৮০৪ সালে পারস্যের বাস্তাম শহরে শুভাগমন করেন। তিনি হিজরি দ্বিতীয় শতাব্দির একজন বিখ্যাত সূফি সাধক এবং আজও মায়ের প্রতি পরম ভক্তির দৃষ্টান্ত রূপে পুরো পৃথিবী জুড়ে বায়েজিদ বোস্তামী নামটি সুপ্রসিদ্ধ। তিনি হযরত সৈয়্যদুনা ইমাম জাফর সাদিক (রা.),র মুরিদ ছিলেন এবং আরিফ বান্দাগণের সুলতান হিসেবে খ্যাত।
মায়ের দোয়ায় কিভাবে একজন সাধারণ মানুষ অসাধারণ রূপে-রূপান্তরিত হয় তার চিরন্তন উদাহরন হযরত বায়েজিদ বোস্তামী(র.)
পাঠ্যপুস্তকে ওনার যে ঘঠনাটি স্থান পেয়েছে।একদিন রাতে বায়েজিদ বোস্তামীর মা ওনাকে বললেন বায়েজিদ আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো।ওনি পানি আনতে গিয়ে দেখেন ঘরের কলসে পানি নেই।অন্ধকারাছন্ন রাতে তিনি পানির জন্য দূর পাহারে চলে গেলেন।যখন তিনি পানি নিয়ে আসলেন এসে দেখেন মা,ঘুমিয়ে গেছে।তখন তিনি পানির গ্লাস নিয়ে মায়ের পাশে সারা রাত দাড়িয়ে রইলেন।
মায়ের প্রতি-ভালোবাসার উজ্বল দৃষ্টান্ত বায়েজিদ বোস্তামী আজকের এ দিনে পৃথিবী থেকে পরলোক গমন করেন।