ভোলা জেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে দেবরের হাত ধরে দুই সন্তানের জননী উধাও হওয়ার ঘটনা জানা যায়।
উধাও হওয়া জননী আবুল কাশেমের ছেলে, জুলহাসের স্ত্রী পলি বেগম( দুই সন্তানের মা) এবং দেবর আবুল খায়েরের ছেলে মোহাম্মদ রাকিব (অবিবাহিত)।তারা উভয়েই দেবর ভাবি। ঘটনার পর জুলহাস থানায় লিখিত অভিযোগ করেন । অভিযোগ থেকে জানা যায় “প্রায় ১৪ বছর আগে ইসলামের শরীয়ত মোতাবেক জুলহাস পলিকে বিয়ে করেন।
বর্তমানে তাদের দুইটি সন্তান রয়েছে।প্রায় দুই বছর আগে থেকে দেবর( ফুফাতো দেবর )রাকিবের সাথে স্ত্রী পলি প্রেমের ফাঁদে জড়িয়ে পড়েন।পারিবারিকভাবে তাদের নিয়ে একাধিকবার বিচার হলেও গত সোমবার সন্ধ্যায় রাকিবের হাত ধরে পালিয়ে যান তিন বছরের সন্তান নিয়ে পলি বেগম।
হুসাইনারা নামে রাকিবের পার্শ্ববর্তী মামানি জানান “ঘটনাটি চাপা দিতে রাকিবের বাবা এবং তার ভাই মাকসুদুল নিছ হাতে তাদের নিজ বাড়ি ভাঙচুর করেছেন জুলহাস কে পাশেতে।কিন্তু রাতে ঘটনাটি জানাজানি হয়ে যায়।
বিষয়টি নিয়ে ভোলা সদর মডেল থানার ওসি মোঃ এনায়েত জানান” জুলহাস নিজে পলি ও রাকিব এবং রাকিবের পরিবারের কয়েকজন সদস্যের নাম নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন।