করিমগঞ্জ, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা গুজাদিয়া ইউনিয়নে ‘মানব কল্যাণ ফাউন্ডেশনের’ ব্যবস্থাপনায় করোনা ভাইরাস পরিস্থিতিতে ৪০ জন প্রতিবন্ধী, কর্মহীন সাধারণ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী উপহার দিলেন করিমগঞ্জ-তাড়াইলের জনপ্রিয় মুখ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক হায়দার।
গতকাল খয়রতহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপহার সামগ্রী বিতরন করেন প্রধান অতিথি করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা নূর হোসেন, আরো উপস্থিত ছিলেন মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি জনাব রাহুল বিশ্বাস, ও ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ প্রমূখ।
বিপদে মানুষের পাশে দাড়াঁনোর পাশাপাশি মানবিক মূল্যবোধ লালনে এ সংগঠনটি গুজাদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় কাজ করছে বলে জানান জনাব মাহফুজুল হক হায়দার।
এ প্রসঙ্গে মাহফুজুল হক হায়দার জানান, করোনা ভাইরাসের কারনে চরম খাদ্য সংকটে পরেছে প্রতিবন্ধী লোকজন। জাতির এই ক্রান্তিলগ্নে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সকল মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
উপস্থিত মানব কল্যাণ ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ এবং এলাকার সাধারণ মানুষ প্রিয় নেতা মাহফুজুল হক হায়দারের কৃতজ্ঞতা প্রকাশ সহ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন।