চট্টগ্রাম প্রতিনিধি
নগরীরি ইপিজেড থানাধীন দক্ষিন হালিশহর (নারিকেলতলা) জনৈক পাকিজা খাতুনের ভাড়াঘরে গতকাল ৭মে বৃহস্পতিবার রাত্র আনুমানিক সাড়ে১০টার সময় বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকান্ডে দুটি ঘর ক্ষতিগ্রস্থ হয়বলে ভাড়াটিয়া শামসুল হক ও মেহেরুনা বেগম জানিয়েছেন।
নিকট প্রতিবেশীরা বলেন, বৃহস্পতিবার রাত্রে হঠাৎ দমকা হাওয়ার সময়ে আমীর আলী সারাং বাড়ীর সংলগ্ন পাকিজা কলোনীতে আগুনের ফুলকি দেখে ছুটে গিয়ে ছাদের উপর থেকে পানি- বালি দিয়ে আগুন নেবানোর চেষ্টা করি। এর আগে প্রতিবেশী রাসেল জাতীয় সার্ভিস সেবা(৯৯৯) কল দিয়ে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎবিভাগ কে অবগত করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছন্ন করি। পরে ১০/১৫মিনিটি পরে ইপিজেড ফায়ারসার্ভিস ঘটনা স্থলে আসার মূহত্বেই প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্র আনে।ইপিজেড ফায়ার টিমসূত্রে জানা গেছে দুটি ঘরে প্রায় ১থেকে দেড় লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করছেন।
তবে কলোনীর মালিক পাকিজা খাতুন বলেন, দুটি ভাড়াঘরের সব মালামাল যেমন, কাট-পালঙ্গ, বিছানাপত্র, টিভি-ফ্রিজ, ফ্যান, পরনের কাপড় সহ দৈনিক খাবার সামগ্রী পুরোটা আগুনেপুড়ে গেছে। এতে ভাড়াটিয়ারা বিষম ক্ষতিগ্রস্থ হবে। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ বলে তিনি জানান।