ঢাকা,চট্রগ্রাম ও অন্যান্য বিভাগের বড় শপিং মল গুলোর পাশাপাশি এবার কোন মার্কেট খোলা না রাখার সিধান্ত নিয়েছে কক্সবাজারে চেম্বার অব কমার্স। এবিষয়ে কক্সবাজার চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি, কক্সবাজার মার্কেট মালিক সমিতির গত ৮মে অনুষ্ঠিত এক অনলাইন যৌথ সভায় প্রাথমিকভাবে একমত পোষন করেছেন অধিকাংশ মতামতদাতা। সভা থেকে অনলাইনে কক্সবাজার দোকান মালিক নেতৃবৃন্দের সাথে অনলাইনে যোগাযোগ করা হলে তাদেরও অধিকাংশ দোকান না খোলার ব্যাপারে প্রাথমিকভাবে মতামত ব্যক্ত করেছেন। আজ শনিবার ৯মে কক্সবাজারে মার্কেট, শপিংমল, দোকান খোলা রাখার বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত হবে।
মার্কেট,শপিং মল ইত্যাদি বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোরশেদ খোকা জানিয়েছেন।
উক্ত অনলাইন যৌথ সভার বিষয়ে আবু মোরশেদ খোকা আরো জানান , শুক্রবার অনুষ্ঠিত অনলাইন মিটিং এ কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষে বলা হয়েছে, যদি কক্সবাজারে কোন মার্কেট, শপিংমল, দোকান কেউ খোলা রাখতে চাইলে সম্পূর্ণ নিজ দায়িত্বে করতে হবে। সামাজিক ও শারীরিক দুরত্ব বজায় রেখে, সরকারি বিধিমালা মেনে, নিজ দায়িত্বে সুরক্ষিত থেকে কক্সবাজারে মার্কেট, শপিংমল, দোকান খুলতে হবে। কিন্তু দোকান, শপিং মল,অন্যান্য মার্কেট খোলা হলে তা কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কিংবা কক্সবাজার মার্কেট ওনার্স এসোসিয়েশন কোন দায় দায়িত্ব নেবেনা।
কক্সবাজার মার্কেট ওনার্স এসোসিয়েশনের সভাপতি ও শহরের পূর্ব বাজারঘাটার সৈকত টাওয়ারের সত্বাধিকারী মাহবুবুর রহমান জানান, আজ শনিবার ৯মে বেলা ২টায় এসোসিয়েশনের উদ্যোগে আবু সেন্টারস্থ কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে যৌথ সভা আহবান করা হয়েছে। সভায় সার্বিক মহামারী করোনা পরিস্থিতি বিবেচনা করে সবার মতামতের ভিত্তিতে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান।