বগুড়ায় গত ২৪ ঘন্টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে পাঠানো ১৮৯ টি নমুনা পরীক্ষার ফলাফলে ৫ জনের শরীরে কোভিড-১৯ করোনা ভাইরাস ধরা পড়েছে। গতকাল শুক্রবার বগুড়া জেলার ১৮৯ টি নমুনা পরীক্ষার ফলাফলে ৫ টি পজেটিভ এবং বাকী ১৮৪ টি নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন। আক্রান্ত ব্যক্তির ৪ জন সদরের এবং বাকী ১ জন শাহাজাহান পুরের বাসিন্দা। আক্রান্ত চিকিৎসক সদরের নারুলী উত্তর পাড়ার বাসিন্দা বয়স -২৬, আক্রান্ত আরেক মহিলা ঢাকা ফেরত বয়স-৩০, তিনি পেশায় গৃহবধূ। আক্রান্ত পুলিশ সিআইডির এএসআই, তিনিও ঢাকা ফেরত। অন্য আর একজন ছ মিলের কর্মচারী বয়স ৩০, তিনি করোনা রোগীর সংস্পর্শে ছিলেন। শাহাজাহান পুরের আক্রান্ত ব্যক্তির বয়স-৩৬, তিনিও ঢাকা ফেরত, পেশায় ইজিবাইক চালক। এ নিয়ে বগুড়ায় মোট করোনা পজেটিভ রোগীর সংখ্যা ৩৫ জন। সুস্থ হয়েছেন ৭ জন। চিকিৎসাধীন আছে ২৮ জন।