কিশোরগঞ্জ জেলায় তাড়াইল উপজেলা দিগদাইড় ইউনিয়নের করাতি গ্রামের আলেম সমাজের উজ্জল নক্ষত্র প্রখ্যাত আলেম পীরে কামেল হযরত মাওলানা আলী আকবর (রহঃ) হুজুর ৮/০৫/২০২০ ইং তারিখ শুক্রবার দিনগত রাত প্রায় ৩.৫০ ঘটিকায় তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাযিউন)।
তিনি দীর্ঘ দিন যাবৎ বার্ধ্যকজনিত কারনে অসুস্থতায় ভুগছিলেন।
পীরে কামেল হযরত মাওলানা আলী আকবর (রহঃ) হুজুর দীর্ঘদিন করিমগঞ্জ সোবহানিয়া ফাজিল মাদ্রাসায় ভাইস-প্রিন্সিপাল এবং করিমগঞ্জ বড় মসজিদের খতিব হিসাবে সুনামের সহিত দায়িত্ব পালন করেন। করিমগঞ্জ বড় হুজুর নামে সকলের নিকট তিনি পরিচিত ছিলেন।
আল্লামা আলী আকবর হুজুরের মৃতদেহের নামাজে জানাজা আজ শনিবার বিকাল চার ঘটিকায় গুজাদিয়া শিমুলতলা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে।
হুজুরের ইন্তেকালের সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে কিশোরগঞ্জ বিভিন্ন অনলাইন গ্রুপ স্টে্যটাস দিয়েছে। প্রিয় মাতৃভূমি কিশোরগঞ্জ (অনলাইন জনমত গ্রুপ) এডমিন, প্রবাসী জনাব এখলাছ বিন মোসলেহ উদ্দিন সাহেব গভীর শোক প্রকাশ ও মাগফেরাত কামনা করেছেন। এবং মরহুমের পরিবার পরিজনের সমবেদনা ও শান্তি কামনা করেন।