নাগরপুরে ডা.এম.এ.মান্নানের নিজস্ব অর্থায়নে কর্মহীন ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণ।
টাঙ্গাইল নাগরপুরে নিজ এলাকা দুয়াজানী কলেজ পাড়া সহ নাগরপুরে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে, আহাম্মদ হোসেন হোমিও ক্লিনিকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হোমিও কনসালটেন্ট ডা.এম.এ.মান্নান নিজের বেতনের অর্থ দিয়ে কর্মহীন ও অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্য তাদের মাঝে গত শুক্রবার(৮ মে ২০২০ খ্রি.)সকাল থেকে বিকাল পর্যন্ত ঈদ সামগ্রী বিতরণ করেন।
মহামারী করোনা ভাইরাস বাংলাদেশে সংক্রমণ করার পর থেকেই ডা.এম.এ.মান্নানের নিজস্ব উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধের সচেতনতার অংশ হিসাবে বিভিন্ন শ্রেনীর মানুষের মাঝে মাস্ক,সাবান ও হ্যান্ড স্যানিটাইজার সহ বিভিন্ন স্বাস্থ্য উপকরণ বিতরণ করেছেন।
তারপর যখন করোনা ভাইরাস আরো বেশী সংক্রমণ হওয়া শুরু করলো তখন করোনা প্রতিরোধ করার জন্য সরকার ঘোষিত সারা দেশ লকডাউন শুরু হল তখন দিন মুজুর, কলি,শ্রমিক ও সাধারন দোকানদারগণ একেবারে কর্মহীন হয়ে পড়লো তখনও ডা.এম.এ.মান্নান সরকারের ও দেশের বিজ্ঞশালীদের পাশাপাশি নিজের সাধ্যঅনুযায়ী সেই সকল কর্মহীন ও অসহায়দের মাঝে শুকনা খাবার-মুড়ি,চিড়া,চিনি,কয়েল,জ্বর,ঠান্ডা,কাশির জন্য হোমিওপ্যাথি ও এলোপ্যাথি ঔষধ সহ প্রয়োজনীয় বিভিন্ন উপকরন সরাবরাহ করেছেন।
বিভিন্ন পেশার মানুষেরা জানান-ডা.এম.এ.মান্নান শুধু করোনা ভাইরাস আসার কারনেই কর্মহীন ও অসহায় মানুষের পাশে দাড়াননি? তিনি কয়েক বছর যাবত নিজের অর্থায়নে সমাজের অসহায় ও নিম্মশ্রেনীর মানুষকে বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করে আসছে।
প্রতি রমজানে ইফতার সামগ্রী,ঈদ সামগ্রী ও বন্যার কবলিত অসহায় মানুষের মাঝে শুকনা খাবার,কয়েল,বিশুদ্ধ পানি ও মেডিসিন সরাবরাহ করে থাকেন। ডা.এম.এ.মান্নান সাহেব প্রতিবছর অল্প পরিসর হলেও বিজয় দিবস,স্বাধীনতা দিবস সহ বিভিন্ন সময় সকল শ্রেনীর মানুষের জন্য ফ্রি হোমিওপ্যাথিক মেডিসিন বিতরণ ও মেডিকেল ক্যাম্প গঠন করে মানব সেবা দিয়ে আসছে।
তিনি শিক্ষক হিসেবে একজন আদর্শ শিক্ষক কারন সকল ছাত্রছাত্রীদের কাছে তিনি প্রিয় ও মেধাবী ভাল শিক্ষক হিসাবে সুনাম অর্জন করেছেন কারন ডা.এম.এ.মান্নান নিজ এলাকার ছাত্রছাত্রী সহ দরিদ্র ছাত্রছাত্রীদের বিনাবেতনে অতিরিক্ত ক্লাশদান, কলম, খাতা ও বিভিন্ন শিক্ষা উপকরণ ফ্রি বিতরন করে থাকেন।
নাগরপুরের বিভিন্ন মহলের লোকজন তার মানবসেবার কারনে ডা.এম.এ.মান্নানকে সাধুবাদ জানিয়েছেন।নাগরপুরের বিভিন্ন মানুষের কাছে তিনি গরিবের ডাক্তার ও মানবিক সমাজসেবক হিসাবে পরিচিতি লাভ করেছেন।
ডা.এম.এ.মান্নান এর কাছে জানতে চাইলে তিনি বলেন-আমি পেশায় একজন স্কুল শিক্ষক ও সরকারী রেজিস্টার্ড চিকিৎসক। আমি আমার সাধ্যমত সমাজের মানুষকে সহযোগিতা করে থাকি এবং আমার এই ছোট সহযোগিতা আব্যহত থাকবে,ইনশাআল্লাহ। তিনি আরো বলেন মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিনিয়ত বৃদ্ধি হচ্ছে সরকারের পক্ষে মোকাবেলা করাএকা সম্ভব নয়।
সরকারের পাশাপাশি বিত্তশালীরা এগিয়ে আসতে হবে তবেই করোনা মোকাবেলাকরা সম্ভব। আমি শুরু থেকেই খুব অল্প পরিসরে করোনা প্রতিরোধের জন্য লিফলেট,মাস্ক,সাবান,হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করেছি এবং দুই দফায় খাদ্য সামগ্রী ও মেডিসিন বিতরণ করেছি। আমি আমার ফেজবুকে করোনা ভাইরাস দুর্যোগকালীন ফ্রি টেলি মেডিসিন সেবা চালু করেছি এবং করোনা ভাইরাস প্রতিরোধের উপায় ও পরামর্শ নিজের ফেজবুক আইডিতে স্টের্টাস ও পোস্ট দিয়েছি। আমি আমার নাগরপুর বাসী সহ প্রিয় দেশবাসীকে অনুরোধ করবো-আপনেরা সরকারের দেওয়া সকল নিয়মকানুন মেনে চলুন,প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের হবেন না। বার বার সাবান বা স্যানিটাইজার দিয়ে ভাল করে হাত ধৌত করুন, প্রচুর পরিমান পানি,শাকসবজি খান। বেশী বেশী মহান আল্লাহ তায়ালার ইবাদত বন্দেগী করুন। ডা.এম.এ.মান্নান আরও বলেন,দেশের বিজ্ঞশালী ও রাজনিতিবীদদের কর্মহীন ও অসহায় মানুষের পাশে থাকার আহবান জানান এবং ঘরে বসে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আইইডিসিআর, উপজেলা স্বাস্থ্য কেন্দ্র অথবা আমাদের জরুরী হট নাম্বারে ফোন দিয়ে স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য বিনিতভাবে অনুরোধ করা হইলো। তিনি আরও বলেন-মহান আল্লাহপাক যেন প্রিয় বাংলাদেশ সহ বিশ্ববাসীকে মহামারী করোনা ভাইরাস সহ সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করেন,আমিন।