মাননীয় পুলিশ সুপার,জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপি এম, সিলেট মহোদয় কানাইঘাট থানার সকল পুলিশ সদস্যদের জন্য পর্যাপ্ত ফলমূল ও করোনা প্রতিরোধে প্রয়োজনীয় অতীব জরুরী উপকরণ সামগ্রী প্রেরণ করায় মাননীয় পুলিশ সুপার মহোদয়ের জন্য কানাইঘাট থানার সকল অফিসার ও ফোর্সের পক্ষ থেকে একরাশ হৃদয় নিংড়ানো ভালবাসা রইল। পাশাপাশি এএসপি, ডিএসবি সিলেট স্যার পবিত্র মাহে রমজানের শেষ বিকেলে কষ্ট করে সিলেট হতে উপরোক্ত জরুরী উপকরণ সামগ্রী কানাইঘাট থানা পর্যন্ত পৌঁছে দেয়ার জন্য স্যারকেও বিশেষ ভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি।