বগুড়ায় গত ২৪ ঘন্টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে পাঠানো ১৮৮ টি নমুনা পরীক্ষার ফলাফলে ৩ জনের শরীরে কোভিড-১৯ করোনা ভাইরাস ধরা পড়েছে। এর মধ্যে বগুড়া জেলার ৫৪ টি নমুনা পরীক্ষার ফলাফলের মধ্যে ২ জন পজেটিভ, সিরাজগঞ্জের ১৭ টি নমুনা পরীক্ষার ফলাফলে ১ টি পজেটিভ এবং জয়পুরহাটের ১১৭ টি নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন। বগুড়ায় আক্রান্ত ২ জনই নারী পুলিশ সদস্য। তাদের বয়স যথাক্রামে ২০ ও ২২ বছর। তারা গত ২৭ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে বদলি হয়ে বগুড়ায় আসে। তারা বর্তমানে বগুড়া পুলিশ লাইনস্ আইসোলেশনে চিকিৎসাধীন আছে। গতকাল পর্যন্ত বগুড়ায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩৭। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯। চিকিৎসাধীন ২৮