রানা মারমা চট্টগ্রাম প্রতিনিধিঃ
করোনা ভাইরাসে আক্রান্ত হলেন চট্টগ্রামে সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছোট ছেলে বোরহানুল হাসান চৌধুরী সালেহীন। রোববার (১০মে) চট্টগ্রামে করোনা ভাইরাসের প্রধান পরীক্ষাগারে নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়। তিনি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ছোট ভাই।
সালেহীনের পারিবারিক সূত্র জানিয়েছে, গতবৃহস্পতিবার (৭মে) বোরহানুল হাসান চৌধুরী সালেহীনের জ্বর হয়। এছাড়া করোনা ভাইরাসের আরো কিছু উপসর্গ দেখা গেলে তার কাছ থেকে নমুনা সংগ্রহ করে ফৌজদারহাটের বিআইটিআইডিতে পাঠানো হয়।রোববার সেই রির্পোট পজিটিভ আসে ।
তবে বর্তমানে তার জ্বর নেই। ৩২ বছর বয়সী সালেহীন নগরীর নাসিরাবাদের মেয়র গলির নিজ বাসাতেই আইসোলেশনে আছেন এখন। বাসাতে তিনি একাই আছেন। তার স্ত্রী ও পুত্র বর্তমানে ঢাকায় রয়েছেন বলে পারিবারিক সুত্র জানিয়েছে।
রোববার (১০মে) ফৌজদার হাটের বিশেষায়িত হাসপাতাল ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে(বিআইটিআইডি) করোনার ২১৭টি নমুনা পরীক্ষায় মোট ২২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। আক্রান্তের মধ্যে ১১ জন পুরুষ রোগী, দুইজন নারী এবংএকজন কিশোরী রয়েছে।
আক্রান্ত রোগীদের মধ্যে রয়েছেন নগরী কর্নেলহাট ৫৭ বছর বয়সী পুরুষ, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের ৫৫ বছর বয়সী পুরুষ, সীতাকুন্ডুর ভাটিয়ারি এলাকার ৫০ বছরের পুরুষ, হালিশহরমুন্সীপাড়া এলাকার ৩৩ বছরের পুরুষ, উত্তরকাট্টলীর ২৭ বছরের পুরুষ, একে খান এলাকার ২৮ বছর বয়সী নারী, সরাইপাড়ার ৩৫ বছরবয়সী পুরুষ, হালিশহরের ৩৬ বছর বয়সী পুরুষ এবং একই এলাকার ৩৫ বছর বয়সী নারী, আগ্রাবাদ হাজীপাড়া এলাকার ৩৫ বছর বয়সীপুরুষ।
এছাড়া আরও রয়েছেন হাটাজারী ডাক বাংলা রোড এলাকার ৬৫ বছর বয়সী পুরুষ, মিরসরাইয়ের অলিনগর এলাকার ১৪বছরের কিশোরী এবং চন্দনাইশের দোহাজারীএলাকার ৪৮ বছরের এক পুরুষ চিকিৎসক।এ নিয়ে চট্টগ্রামে করোনায় সংক্রমিত রোগীরসংখ্যা দাঁড়িয়েছে ২৬৮ জনে। এ পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৬৪ জন।