করোনা ভাইরাস মহামারির কারনে অসহায়, দিনমজুর পরিবারের মাঝে
ঢাকাস্ত গোসাইরহাট উপজেলা ছাত্রকল্যান পরিষদের উদ্যোগে
গোসাইরহাট উপজেলায় ত্রান বিতরন।
গোসাইরহাট সরকারি শামসুর রহমান কলেজের অডিটোরিয়ামের নিচ তলায়, ১২০ জন পরিবারের মাঝে ত্রান বিতরন করা হয়।
বিতরন অনুষ্টানে উপস্থিত ছিলেন,আলহাজ্ব মতিউর রহমান (মিন্টু বেপারী) সভাপতি ও কাউন্সিলর, গোসাইরহাট পৌরসভা আওয়ামীলীগ।
ত্রান বিতরন অনুষ্টানে উপস্থিত ছিলো,
ওক্ত সংগঠনের সম্মানিত সভাপতিঃ সফিউল্লাহ সুমন,সাধারন সম্পাদকঃ তাজুল ইসলাম রাজু, সিনিয়র সহ সভাপতিঃ ফাহাদ সিদ্দিকী সহ আবির হোসেন,ফিরোজ হোসেন, ওমর ফারুক,মামুন আর রশিদ,ইউসুফ খান,সালেহ,তাওহিদুর রহমান,আনিসুর রহমান,সাকিল শিকদার,সাকিল সরদার,
আরিফ হোসেন, মুহাই মিনুল ইসলাম, মাসুদুর রহমান,হানজালা,খলিলুর রহমান,আবদুর রহমান,ইমরান,মুন,জহিরুল ইসলাম প্রমূখ
সংগঠনের সমন্বয়ক সম্মানিন মশিউর রহমান (সবুজ) ঢাকা থাকা সত্তেও, ঢাকা থেকে ফোনে সংগঠনের সকল সদস্যদেরকে বিভিন্ন ভাবে দিকনির্দেশনা দিয়ে আয়োজন সফল করার জন্য কাজ করেছন।
গোসাইরহাট পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও কাউন্সিলর, আলহাজ্ব মতিউর রহমান (মিন্টু বেপারী) জানান,করোনার এই সংকটময় অবস্থায় সকলের পাশে যে ভাবে ঢাকাস্থ গোসাইরহাট উপজেলা ছাএকল্যান পরিষদ দাড়িয়েছে আমি চাই এই ভাবে এলাকার প্রতিটি বিত্তবান মানুষ ত্রাণসামগ্রী নিয়ে এগিয়ে আসা উচিত।
সংগঠনের সাধারন সম্পাদক,তাইজুল ইসলাম রাজু বলেন,
আমাদের সংগঠনের সদস্যদের নিজেস্ব ফান্ড থেকেই এই ত্রান বিতরন করা হয়,আমরা আমাদের সাদ্য মতো চেস্টা করেছি এবং করবো।
সমাজের সকল বৃত্তবান লোকেরা, এভাবে এগিয়ে আসেলে এবং সেখানে সমাজের পাশে থেকে কিছু অসহায় মানুষেরের পাশে দারালে সাধারণ মানুষ গুলো কিছুটা হলেও উপকৃত হবে।