কানাইঘাট প্রতিনিধিঃ
ধন্যবাদ যুক্তরাজ্যস্হ কানাইঘাট বাসী
কানাইঘাট ওয়েলফেয়ার ট্রাস্টের করোনা ও রামাদান ত্রানের শেষ পর্বে আজ সদর ইউনিয়নের বীরদলে শতাধিক পরিবারের মধ্যে তুলে দেওয়া হয় সাহায্য সামগ্রী।
এই অসচ্চল মানুষদের মুখের এক টুকরো হাসির সাথে খুলে যাক দাতা ও আযোজকদের মাগফেরাতের ও জান্নাতের দ্বার।