মিজানুর রহমান(বগুড়া): গতকাল সোমবার জেলার তিনমাথা এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি বালুবাহী ট্রাক থেকে ৫ কেজি গাঁজা সহ দুই সহোদর ভাইকে আটক করেছে। তারা হলেন সিরাজগঞ্জের সলঙ্গার হাটিপাড়া এলাকার মৃত আঃ সামাদের ছেলে জিলকদ আলী (৪৫) ও তার ভাই আলী আকন্দ (৫০)।
তারা পেশায় ট্রাক ড্রাইভার ও হেলপার। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর ওসি আসলাম আলী পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্ততে নিলফামারী ডোমার হতে সিরাজগঞ্জ গামী বালুবাহী ট্রাক তিন মাথায় পৌছালে অভিযান চালিয়ে কেবিন থেকে ৫ কেজি গাঁজা সহ তাদের আটক করা হয়। তারা দীর্ঘদিন যাবত অভিনব কায়দায় মাদক ব্যবসা করে আসছিলো বলে জানান। তিনি আরো জানান তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।