আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি মহোদয়ের নির্দেশক্রমে গোসাইরহাট উপজেলা ইদিলপুর ইউনিয়নের ছাত্রলীগের পক্ষ থেকে অসহায় পরিবারের মূখে হাসি ফোটতে ইফতার সামগ্রী বিতরন।
গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের জশুরগাও বাজারে অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী উপহার
ত্রান বিতরন অনুষ্টানে উপস্থিত ছিলেন:জনাব আলমগির হুসাইন :গোসাইরহাট উপজেলা প্রশাষক,
শাজাহান সিকদার, সভাপতি: গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগ প্রমুখ।
কবির আহাম্মেদ রাজ বলেন আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি মহোদয়ের আহব্বায়নে গোসাইরহাট উপজেলা ছাত্রলীগের নির্দেশে
গরীব অসহায়,দিনমজুর, খেটে খাওয়া পরিবারের মাঝে ত্রান বিতরন করলাম।
আসুন আমরা যার যার অবস্থান থেকে অভাবি মানুষের পাশে দাঁড়াই। নিজেরা মিলে ছোট ছোট ভালো কাজ করলে একদিন এই সমাজ মানবিক হয়ে উঠবে।
ইনশাআল্লাহ সুদিন আসবেই আলো ছড়াবেই,এভাবেই ছড়িয়ে পড়বে মানবিকতা৷
আপনারা ঘরে থাকুন সুস্থ থাকুন।