লেখক
ফজলুল হক: অধ্যক্ষ সরকারি শামসুর রহমান কলেজ।
আজকের এই সোনাঝরা সকাল টুকু তোমাকে দিলাম।
নিদারুণ করুণ মূহুর্তের এই অপরূপ নৈসর্গের
অপার মায়াময়তা তোমাকে দিলাম।
তুমি মেখে নিতে পারো ভোরের স্নিগ্ধতা,
স্নিগ্ধ মধুর সুখ।
মুছে নাও মনভাঙ্গা বেদনার দাগ।
আহা ! প্রভাতের এ কেমন আদিম মাদকতা !
কলুষ বেলার স্বপ্নভাঙ্গা ভোরে এ কেমন স্বপ্নালু আভা !
এই ভোরের শিশির, প্রভাত পাখির গান,
বুনো ফুলের ঘ্রাণ, তোমাকে দিলাম।
তুমি নিতে পারো ফাগুন আগুন,
সোনাঝরা রঙ, কবোষ্ণ ভালবাসা।
যদি চাও, নিতে পারো সারসের প্রেম,
ভাটিয়ালি সুর, লোকজ লাজুক অনুভূতি,
সিঞ্চিত শিহরণ।
আজ তুমি বেঁধে নাও, শর্তহীন সময়ের ডোর,
নিতে পারো একটা আকাশ, আকাশের সবটুকু নীল।
ফোটাতে পারো একাকাশ নক্ষত্র,
নক্ষত্রের প্রেম।
আকাশের বিশাল ক্যানভাসে ইচ্ছে হলেই কাটতে পারো তুলির আঁচড়।
তোমার নিপুণ হাতেই আজ এঁকে নিতে পারো
জীবনের জলছবি।
তোমার কোমল অঙ্গে জড়াতে পারো মায়াবী ঘুঙুর।
যদি চাও, নিয়ে নিতে পারো বাতাসের সবটুকু ঘ্রাণ,
অপার মুগ্ধতা।
নিতে পারো ফুলের সুরভি, মাতাল মহুয়ার মাদকতা।
মৌরি মল্লিকার এই বকুল সন্ধ্যা তোমাকে দিলাম।
গোধুলির সোনারঙ, সন্ধ্যাতারার মায়া,
পাখির কূজন তোমাকে দিলাম।
এই কুঞ্চিত বেদনার ভয়াল সন্ধ্যায়,
শুষে নেবো সব হলাহল।
তোমার জন্য রেখে যাবো পারিজাত মোহন প্রহর।