নবীগঞ্জ প্রতিনিধি
বর্তমানে বাংলাদেশসহ সারা বিশ্বের করোনা ভাইরাসের প্রভাবে দেশের নিম্ম আয়ের ও নিম্ম মধ্যবিত্ত পরিবারের মানুষেরা সংকটময় অবস্থায় জীবনযাপন করতেছেন এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে, চলমান করোনা ভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে কর্মহীন দুস্থ, অসহায় মানুষদের মধ্যে হবিগঞ্জ জেলা’র নবীগঞ্জ উপজেলায় যুক্তরাজ্য বিএনপি নেতা, তানহা চৌধুরী তালহা’র পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ১২মে নবীগঞ্জ পৌর এলাকার আদর্শ সরকারী প্রাইমারী বিদ্যালয় ও শিবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের কয়েক শতাধিক পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব জি কে গউছ, জেলা বিএনপির সাবেক সভাপতি সফিকুর রহমান ফারছু, উপজেলা বিএনপি’র আহব্বায়ক সরফরাজ চৌধুরী, সিনিয়র যুগ্ম আহব্বায়ক, মুজিবুর রহমান চৌধুরী শেফু,যুগ্ম আহব্বায়ক শিহাব আহমেদ চৌধুরী, মজিদুল করিম মজিদ, নবীগঞ্জ প্রেসক্লাব সাবেক সভাপতি পৌর বিএনপির সিনিয়র সদস্য আনোয়ার হোসেন মিটু, হবিগঞ্জ জেলা যুবদল সাধারন সম্পাদক জালাল আহমেদ, উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক নুরুল গনি সোহেল, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন, হবিগঞ্জ জেলা যুবদল সহ সভাপতি মুশাহিদ আলম মুরাদ, হারুন চৌধুরী কনট্রাক্টর, তোফাজ্জল মহুরী,উপজেলা যুবদল সাধারন সম্পাদক সুহেল রিপন চৌধুরী,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হারুনুর রশিদ হারুন, উপজেলা বিএনপির সদস্য ও ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক জুসেফ বখত চৌধুরী, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাজিব আহমেদ রিংগন, যুগ্ম সাধারন সম্পাদক জিকে ঝলক, যুগ্ম সাধারন সম্পাদক জহিরুল ইসলাম সোহেল, জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা যুবদল সদস্য ফোয়াদ হাসান রাজন, জেলা যুবদল সদস্য আলআমিন মিয়া,জেলা ছাত্রদল সহ সম্পাদক শাহিন তালুকদার,সহ- সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, জেলা ছাত্রদলের সদস্য তৌহিদ চৌধুরী, যুবদল নেতা রাহয়ানুল বারী,উপজেলা ছাত্রদল নেতা সাইফুর রহমান রাজন, কপিল আহমেদ, জাকারিয়া আহমেদ, আলামিন চৌধুরী, রবিন আহমেদ সাজু প্রমুখ। এ ব্যাপারে তানহা চৌধুরী তালহা সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক, তারেক রহমানের নির্দেশক্রেমে, নবীগঞ্জ পৌরসভায় দুস্থ, অসহায় কর্মহীন মানুষের মধ্যে বিতরণ শুরু করেছি, পর্যায়ক্রমে নবীগঞ্জ ও বাহুবল উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে আমার ব্যাক্তিগত পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে তিনি জানান।