ইয়াং উইমেন্স খ্রিষ্টিয়ান এসোসিয়েশন (YWCA) একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী নারী সংগঠন।

নারী, কিশোরী ও শিশুর সার্বিক কল্যাণ সাধনে ওয়াইডাব্লিউসিএ উন্নয়নমূলক কার্যক্রমে ব্যাপৃত। শিশু ও নারীর শারীরিক, আত্মিক ও মানসিক বিকাশের লক্ষ্যে প্রতিষ্ঠিত এ সংগঠনটি বাংলাদেশের মাটিতে ১৯৬১ খ্রিস্টাব্দে কয়েকজন সচেতন নারীর শুভ চিন্তা ও দূরদৃষ্টির কারণে স্বল্প পরিসরে যাত্রা শুরু করেছিল । ওয়াইডাব্লিউসিএ ১৩টি শাখায় সার্থকতার সাথে কাজ করে চলছে।
যে কোন দেশেই উন্নয়নের প্রধান শর্ত হচ্ছে শিক্ষা। যুদ্ধোত্তর বাংলাদেশের শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ওয়াইডাব্লিউসিএ এর তৎকালীন সাধারণ সম্পাদিকা স্বর্গীয় অশ্রুকণা দাশের ভূমিকা মনে রাখার মতো শিক্ষার সুনামের ধারাবাহিকতা বজায় রেখেছেন।
শিক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়ন কাজে ও তারা পিছিয়ে নেই সঞ্চয় ও ক্ষুদ্র ঋণ প্রকল্পে নারীদের খন্ডকালীন ঋণ সুবিধার মাধ্যমে স্বাবলম্বী করার চেষ্টা করছে। অনেক হতদরিদ্র নারী নিজেকে সমাজে স্বাবলম্বী হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছে। যে সকল নারীরা উদ্যোক্তা হিসেবে ঋণ নিয়ে স্বাবলম্বী হচ্ছে তাদের সম্পূর্ণরূপে পর্যবেক্ষণ করছে এই সংস্থাটি।
চট্টগ্রামের YWCA এর প্রোগ্রামের সিনিয়র কর্মকর্তাদের সাথে কথা বলে বিস্তারিত তথ্য নিয়েছি । বিভিন্ন সামাজিক উন্নয়নের এবং রাষ্ট্রীয় দুর্যোগ মুহূর্তে এই সংগঠনটি সব সময় সরকার এবং জনগণের পাশে দাঁড়ায়।
বর্তমান করোনা ভাইরাসের মহামারীতে সরকার ও বিভিন্ন সামাজিক সংগঠনের পাশাপাশি তারও থেমে থাকেনি, গরিব দুঃখী ও মেহনতী মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।
চট্টগ্রাম YWCA সিনিয়র কর্মকর্তা বিন্দের সমন্বয় চট্টগ্রামের বিভিন্ন স্পটে এই করোনা মহামারী দুর্যোগের পরিস্থিতিতে তাদের ত্রাণ সামগ্রী বিতরণ এর কাজ চলছে সঞ্চয় ও ক্ষুদ্র ঋণ প্রকল্পে নারীদের ও শিক্ষা বঞ্ছিত পরিবার এর মাঝে।