আমি প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় সদর এমপির খাদ্য সামগ্রী অসহায়, গরিব,অসুস্থ, ঘরবন্দী মানুষের বাড়ি বাড়ি পৌছে দিয়েছি তাই আজ আমি করোনায় আসক্ত। আমার ওপর হাজার হাজার মানুষের ভালোবাসা, আর আল্লাহর ওপর পূর্ণ আস্হা ও বিশ্বাস আছে,আল্লাহ নিশ্চয়ই আমাকে এই মহামারী থেকে রক্ষা করবেন।
এমন আবেগ আপ্লুত হয়ে বললেন, লক্ষীপুর-০৩ আসনের সংসদ সদস্য এ,কে,এম শাহজান কামাল এমপির ব্যক্তিগত সহকারী প্রতিনিধি জনাব বায়েজিদ ভূঁইয়া। গত ৯ই মে, রিপোর্ট অনুযায়ী তার শরীরে করোনা ধরে পড়ে।
লক্ষীপুর জেলার সিভিল সার্জন ডাঃ আব্দুল গাফফার রায়পুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মীদের নিদের্শ দেন বায়েজিদ ভূঁইয়ার শরীরে করোনা শনাক্ত করার জন্য।
২রা মে শনিবার সকালে,স্বাস্থ্য কর্মীরা বায়েজিদ ভূঁইয়ার বাড়িতে গিয়ে করোনা পরীক্ষা করান।
একপর্যায়ে তার শরীরে করোনা ধরা পড়ে। তারপর ও লক্ষীপুর পৌরসভা,উত্তর জয়দেব পুর৬ এবং লক্ষীপুর জেলার বিভিন্ন স্হানে প্রায় ৪০০ পরিবারের মাঝে এমপির দেয়া খাদ্য সামগ্রী পৌঁছে দেন।হাজার হাজার মানুষের ভালোবাসা, আর আল্লাহর ওপর পূর্ণ আস্হা ও বিশ্বাস নিয়ে এান সামগ্রী বিতরণ অব্যাহত রাখেন তিনি। এমপি শাহজান কামাল বায়েজিদ ভূঁইয়ার জন্য লক্ষীপুর বাসীর কাছে দোয়া প্রার্থনা কামনা করেন।
মহমারী করোনা থেকে আল্লাহ বায়েজিদ ভূঁইয়া কে রক্ষা করুন এমন প্রত্যাশা লক্ষীপুর বাসীর কাছে। নিজের জীবনের কথা না ভেবে ছুটে চলেছেন করোনায় লকডাউনে থাকা ঘর বন্দী মানুষের ধারে ধারে।নিজের দ্বায়িত্ব কে বড় করে দেখলেন এই জনপ্রতিনিধি। শরীরে করোনা নিয়েও নিজের দ্বায়িত্বটাকে বড় করে দেখলেন।