মিজানুর রহমান বগুড়াঃ বগুড়ায় গত ২৪ ঘন্টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে পাঠানো ১৮৮ টি নমুনা পরীক্ষার ফলাফলে ১১ জনের শরীরে কোভিড-১৯ করোনা ভাইরাস ধরা পড়েছে। এর মধ্যে বগুড়া জেলার ১৭৬ টি নমুনা পরীক্ষার ফলাফলের মধ্যে ১১ জন পজেটিভ, সিরাজগঞ্জের ১২টি নমুনা পরীক্ষার ফলাফলে সবগুলো নেগেটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন। বগুড়ায় আক্রান্ত ১১ জনের ৭ জনই শহরের জ্বলেশ্বরীতলার একই পরিবারের সদস্য।
তাদের মধ্যে ৩ জন পুরুষ ৪ জন মহিলা। তাদের সকলের বয়স ১৪-৫৯ বছরের মধ্যে। তারা গত ৮ মে ঢাকা থেকে বগুড়া আসেন। বাকী ৪ জন বগুড়ায় কর্মরত পুলিশ সদস্য। তারা স্থানীয় ভাবে আক্রান্ত বলে ডেপুটি সিভিল সার্জন জানিয়েছেন। তারা বর্তমানে বগুড়া পুলিশ লাইনসে চিকিৎসাধীন আছেন। গতকাল পর্যন্ত বগুড়ায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫২। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯। চিকিৎসাধীন ৪৩। এদিকে দেশে করোনা ভাইরাসে ১ম এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। তার গ্রামের বাড়ি বগুড়া জেলার সোনাতলা উপজেলার পৌরসভার কানুপুর এলাকার।
তার নাম আঃ মজিদ। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে কর্মরত ছিলেন। কর্মরত অবস্থায় তিনি করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার দুপুরে মৃত্যু বরন করেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা আনসার বাহিনীর কমাড্যান্ট মুহাম্মাদ মেহেদী হাসান পিএএম। গতকাল সন্ধ্যায় তার গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা আনসার বাহিনীর কমাড্যান্ট মুহাম্মাদ মেহেদী হাসান, সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মিনহাদুজ্জামান লিটন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নাছিমুল ফেরদৌস। তাং- ১৩-০৫-২০২০ইং। বার্তা প্রেরক মিজানুর রহমান, জেলা বগুড়া, উপজেলা শিবগঞ্জ।