সারাবিশ্বে কোভিড-১৯ ( করোনা ভাইরাস) যখন মহামারী আকার ধারন করে মানুষের মধ্যে এক আতঙ্কের বিরাজ করছে,
তাই আসছে
ঈদুল ফিতর উপলক্ষে গোসাইরহাট ইউনিয়ন এর ৬৮ মসজিদের ইমাম কে আর্থিক সহযোগিতার করেন
আসাদুজ্জামান রিপন
সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ গোসাইরহাট ইউনিয়ন শাখা
১৩ মে রোজ (বুধবার) সাইক্ষা ওয়ার্ড এর মসজিদ থেকে ৬৮ জন মসজিদ এর ইমাম কে ঈদ উপলক্ষে নগত অর্থ উপহার দেওয়া হয় এবং
শরীয়তপুর ০৩ আসনের রুপকার,মরহুম আব্দুর রাজ্জাক এমপি,
নাহিম রাজ্জাক এমপি সহ আত্তীয় স্বজন ও এলাকার সবার জন্য দোয়া করা হয়।
আসাদুজ্জামান রিপন বলেন:করোনা ভাইরাস মহামারির কারনে নাহিম রাজ্জাক এমপির নির্দেশে
৬৮ জন মসজিদের ইমামদের কে নগদ অর্থ দিয়েছি।আসুন নিজেরা মিলে ছোট ছোট ভালো কাজ করলে একদিন এই সমাজ মানবিক হয়ে উঠবে।
ইনশাআল্লাহ সুদিন আসবেই আলো ছড়াবেই,এভাবেই ছড়িয়ে পড়বে মানবিকতা৷
আপনারা ঘরে থাকুন সুস্থ থাকুন।