পুরোটা বিশ্বজুড়ে মহামারী করোনা যেন মৃত্যুর মিছিল আর আক্রান্তের সংখ্যা নিয়ে হাটি হাটি পা করে এগুচ্ছে মানুষের জীবনে।স্হবির হয়ে পড়ছে গোটা জনজীবন। এক অমানিশার আঁধার যেন তাদের জীবন কে স্তব্ধ করে দিয়েছে। বাড়ছে আক্রান্ত আর মৃতের সংখ্যা। জনজীবনে নেমে এসেছে ঘোর অন্ধকার। বসে নেই সরকারও।
একের পর এক সিদ্ধান্তের পরও কঠোর অবস্থানে মহামারী করোনা ভাইরাস । সর্বোচ্চ রেকড করেই ছাড়ল সে।মৃত্যুর মিছিল যেন গোটা জনজীবন কে স্তব্ধ করে দিয়েছে। এবার কঠোর অবস্থানে সরকার। একটানা ৭ দিন বন্ধ থাকবে গণপরিবহন। ঈদের আগে ৪ দিন,ঈদের পরে ৩ দিন।তবে জরুরি সেবা চলতে পারবে। ১৩ই মে, বুধবার সন্ধ্যায় সরকার এ সিদ্ধান্ত নেয়। জনপ্রশাসন মন্ত্রণালয় এ আদেশ জারি করে।