বীর মুক্তিযোদ্ধা আহমেদ উল্লাহ ২৯ নং চট্রগ্রাম শহর গেরিলা গ্রুপ, এই মহান দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধার ফেইসবুক হতে সংগ্রহীত।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিকট আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আকুল আবেদন করছি, শুধু আমরা নই সমস্থ পৃথিবী আজ স্তব্ধ করোনা ভাইরাস মহামারীর কারণে। এই অবস্থায় পৃথিবীর মানবতাবাদী মানুষ গুলো যার যার সামর্থ্য নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে মানুষকে চিকিৎসা এবং খাদ্য দিয়ে বাঁচিয়ে রাখার জন্য।
আজ আমাদের মত গরীব অশিক্ষিত জনবহুল দেশের মানুষের বুকফাটা কান্নায় আমরা হতবিহ্বল। মানুষের চাকুরী নেই, ব্যবসা নেই। নিম্ন আয়ের মানুষ গুলোর বেঁচে থাকার দৈনিক মজুরি নেই। চারিদিকে শুধু হাহাকার, মানুষের আত্বচিৎকার, বাঁচার আকুতি। করোনার থেকেও ভয়ংকর হয়ে উঠছে মানুষের খাদ্য সংকট।
মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি যে টুকু সাহায্য মানুষের জন্য পাঠাচ্ছেন তাও সঠিকভাবে মানুষেরর নিকট পৌঁছাচ্ছেনা। অর্থাৎ সঠিকভাবে মানুষের নিকট বন্টন হচ্ছেনা। তাই আমার মানবিক আবেদন, মানুষকে বাঁচিয়ে রাখার জন্য যতদিন করোনার আক্রমণ থেকে মানুষ রেহাই পাচ্ছেনা ততদিন সরকার জনগণের নিকট থেকে ইলেক্টিক বিল, গ্যাস বিল, পানির বিল এবং যতরকমের সরকারী বিল এবং কর আছে সব স্থগিত রাখুন।
করোনার আক্রমণ থেকে মানুষ পরিত্রাণ পাওয়ার তিন মাস পর থেকে সরকার নির্ধারিত সকল ট্যাক্স পূণরায় পরিশোধ করবে। এই মানবিক আবেদন টুকু যদি আপনারা বিবেচনা না করেন দেশের মানুষ করোনা ভাইরাস থেকেও বেশী ক্ষতির সম্মুখীন হবে খাদ্য সংকটে, যার হাতছানি আমি এখনই দেখতে পাচ্ছি।
আহমেদ উল্লাহ (বীর মুক্তিযোদ্ধা)
২৯ নং চট্রগ্রাম শহর গেরিলা গ্রুপ
(শহীদ এম এ জিন্না গ্রুপ)
চট্রগ্রাম।