করোনা (COVID19) ভাইরাসের ভয়কে জয় করে গোসাইরহাটের বিভিন্ন মার্কেটে মধ্যে বয়সি, কিশোর,তরুন-তরুণী,সহ নানা বয়সী ক্রেতাদের ভিড়।
শরীয়তপুরের গোসাইরহাটে করোনা (COVID19)ভাইরাসের ঝুঁকির মধ্যেও জমে উঠেছে ঈদের বেচাকেনা।
দোকানপাট খোলার পর থেকেই ঘর থেকে বেরিয়ে এসেছে মানুষ।
কোন নিষেধাজ্ঞা, নিয়মনীতি ও সামাজিক দূরত্বই মানা হচ্ছে না। করোনা ঝুঁকির মধ্যেও দোকানে দোকানে প্রচুর ভিড়।
১৪ মে বৃহস্পতিবার গোসাইরহাট বাজারের মার্কেট গুলোতে যেন মানুষের ঢল নেমেছে।
বিশেষ করে ছিট কাপড়ের দোকান,শিশু পোষাকের দোকান,জুতার দোকান ও কসমেটিকসের দোকানে পা ফেলার যেন ঠাঁই নেই।
কোন কিছুরই তোয়াক্কা করছে না ক্রেতারা।
দোকানদারদের ও তেমন কোন সুরক্ষা ব্যবস্থা নেই।
অনেক ক্রেতাদের মুখে মাস্ক পর্যন্ত নেই।
সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে,প্রতিটি মার্কেটেই ক্রেতাদের ভিড়। ঈদের জম-জমাট বেচাকেনা চলছে নির্বিঘ্নে।
মার্কেটগুলোতে কোন প্রকার স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মানা হচ্ছে না। জীবানুনাশক স্পে করা হচ্ছে না কোথাও। ফলে বাড়তে পারে করোনা ঝুঁকি।