অবশেষে রোহিঙ্গা শিবিরেও হানা দিল মরণঘাতি করোনাভাইরাস। কক্সবাজারে টানা ৪৩ দিনের টেষ্টে রোহিঙ্গা শিবিরে একজন করোনা পজিটিভ রোগী পাওয়া যায়নি। ৪৪তম দিনে বৃহস্পতিবার (১৪ মে) সেই রেকর্ড ভঙ্গ করে রোহিঙ্গা শিবিরে দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছে।
অপরদিকে কক্সবাজার সদর উপজেলায় একদিনে সর্বাধিক ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়াও এ দিন চকরিয়ায় আরও একজনের শরীরের করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১৪ মে বৃহস্পতিবার ১৮৬ জন সন্দেহভাজন রোগীর টেষ্ট করে একদিনে ১৭ জনের করোনা পজিটিভ এসেছে। এদের মধ্যে অবশ্য ৫ জন ‘ফলোআপ’ রোগী রয়েছেন।
কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ও রক্তরোগ বিশেষজ্ঞ ডা. অনুপম বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেছেন।