বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণ জনিত উদ্ভূত পরিস্থিতিতে অসহায় মানুষের জন্য নানা সহযোগিতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে ফেইসবুক ভিত্তিক সংগঠন SSC-99 CLUB CTG
তাদের কিছু অসহায় ৯৯ বন্ধু এবং গরীব দুখী মেহনতী মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও আর্থিক (ক্যাশ টাকা)দিয়ে সহযোগিতা করছে এবং ক্রমান্বয়ে এ কার্যক্রম চলতে থাকবে বলে জানিয়েছে এসএসসি ৯৯ ক্লাব সিটিজি এডভাইজার প্রতিনিধি বৃন্দ
“এস এস সি ৯৯ ক্লাব সিটিজি গ্রুপ এর উদ্যোগে অসহায় অভুক্ত মানুষের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর প্যাকেট ও আর্থিক ঈদ উপহার বিতরণ করা হচ্ছে চট্টগ্রামের বিভিন্ন স্পটে
এসএসসি ৯৯ ক্লাব সিটিজি একটি টিম আগ্রাবাদ এরিয়ায় তাদের এই কার্যক্রম পরিচালনা করছে ক্লাবের এডভাইজার আলাউদ্দিন আলো, মজিবুল হক সাইফুল,আব্দুল হান্নান, রিঙ্কু আফ্রিদি, নজরুল ইসলাম, এন এম জাহেদ ও কমল নাথ এ কার্যক্রমে অংশগ্রহণ করেছে ।
হালিশহর এ কার্যক্রম অব্যাহত রেখে , সহযোগিতা ও কাজ করে যাচ্ছে এসএসসি 99 ক্লাব সিটিজির, বন্ধু ইমদাদুল করিম সৈকত, মাহমুদ, আব্দুল আলিম, মামদুদ, দেলোয়ার, রুমেল,ফারুক ও গোলাম মোস্তফা সহ আরো অনেকেই।
আজকে দিনের তাদের কাজের ধারাবাহিকতা সম্পর্কে মাহমুদ জানায়, আজকের চলমান এ কাজে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরন করা আমাদের প্রিয় বিদ্যালয় হালিশহর গরিবে নেওয়াজ উচচ বিদ্যালায়ের 99 ব্যাচের ছাএী ৯৯ বান্ধবীর পরিবারের পাশে দাঁড়িয়েছি এবং তার রেখে যাওয়া ছয় বছরের শিশু কন্যার জন্য এসএসসি 99 ক্লাবের পক্ষ হতে কিছু শিশু খাবার ও গিফট আইটেম পৌঁছে দিয়েছি ভাবিষ্যতে শিশু মেয়েটার পাশে থাকার চেষ্টা থাকবে আমাদের ৯৯ ক্লাব সিটিজি
সংগঠনের এডভাইজার এম এ হাশেম আফগানী বাবু,সাইফুল, জাবেদ, হান্নান, রাজিব, সানজি,মহরম,শিমু,হায়দার বলেন শুধু চটগ্রাম শহর নয় ইতি মধ্যে আমরা চটগ্রামের আশে পাশে উপজেলা পর্যায়ে যেমন ফটিকছড়ি নানুপুর চট্টগ্রামের বাইরে নোয়াখালী সহ বিভিন্ন জায়গাতে অসহায় ৯৯ বন্ধুদের খোজ নিয়ে আর্তিক উপহার পৌঁছে দেওয়ার চেষ্টা অব্যাহত আছে যতদিন এই দুর্যোগ থাকবে ততদিন এই কার্য্যক্রম চলমান থাকবে
সংগঠনটির কয়েকজন সদস্য মিলে তাদের এই তহবিল গঠন করে ৯৯ ক্লাব সিটিজি সকল বন্ধুদের নিয়ে তাদের এই তহবিল দেশের দুর্যোগময় অবস্থায় তারা সব সময় চালু রাখবে।
চলমান কার্যক্রমে সংগঠনটি ক্লাবের সম্পৃক্ত থাকা সকল বন্ধুদের অংশগ্রহণে এবং সকল বন্ধুদের তত্ত্বাবধানে সমগ্র বাংলাদেশের তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চায়। তারা চায় বাংলাদেশের সকল 99 এক পরিবার হয়ে সুখে দুঃখে সকলেই সকলের পাশে থাকবে।