ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষীপুর পৌর শাখার উদ্যোগে গরিব,অসহায়, ঘরবন্দী ৩০০০ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে। মহমারী করোনায় স্থবির হয়ে পড়ছে গনজীবন। কর্মহীন, ঘরবন্দী মানুষ গুলো ও রক্ষা পায় নি মহামারী করোনার থাবা থেকে। স্তব্ধ হয়ে আছে খেটে খাওয়া মানুষ গুলোর জীবন।দুশ্চিন্তায় কাটাতে হয় এসব মানুষ গুলোর দিন কিংবা রাত।দুশ্চিন্তায় আর হতাশায় কাটিয়ে কোনভাবে রাত পেরোয়। বিশ্বজুড়ে মহামারী করোনায় মৃত্যুর মিছিল আর আক্রান্তের সংখ্যা ও সর্বোচ্চ রেকড ছাড়িয়ে গেল।
কৃষিতে নেই উৎপাদন, শিল্প কারখানা ও স্হবির।খেটে খাওয়া মানুষ গুলো হয়ে পড়ছে কর্মহীন। ঘরে থাকুন নিরাপদ থাকুন,এই স্লোগানও মানতে নারাজ তারা। মহমারী করোনায় এসব মানুষ গুলো যেন ঘর থেকে না বের হয় আসছে সরকারী কিংবা বেসরকারি উপহার সামগ্রী। ১৫ই মে,শুক্রবার লক্ষীপুর পৌরশাখার উদ্যোগে ৩০০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা।
লক্ষীপুর জেলা শাখার সভাপতি অনারারী ক্যাপ্টেন অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। এছাড়া ও উপস্থিত ছিলেন, লক্ষীপুর পৌর শাখার সভাপতি মোঃ ইব্রাহিম, সেক্রেটারি মাওলানা আব্দুল মালেক,সহ সভাপতি টিপু সুলতান, ছাএনেতা ফয়েজ আহমেদ, জেলা আইন বিষয়ক সম্পাদক ডাঃ নাছির আহম্মেদ।
করোনায় কোন মানুষ যাতে কষ্টে না থাকে, অনাহারে না থাকে, সেই জন্য ইসলাম আন্দোলন বাংলাদেশ সর্বাত্তকভাবে সাহায্য করবে বলে আশ্বাস দেন জেলা সভাপতি ক্যাপ্টেন ইব্রাহিম।