বগুড়ার ফতেহ আলী ও রাজা বাজারে অধিক মূল্যে পণ্য বিক্রয় ও মূল্য তালিকা না থাকার দায়ে ৩ ব্যবসায়ীকে ১৪০০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জি এম রাশেদুল ইসলাম, র্যাব-১২ বগুড়ার সদস্য ও পৌরসভার বাজার মনিটরিং কর্মকর্তারা যৌথ ভাবে এ অভিযান পরিচালনা করেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিএম রাশেদুল ইসলাম জানান, ফতেহ আলী ও রাজা বাজারে মূল্য তালিকা না থাকা এবং অধিক মূল্যে পন্য বিক্রয়ের দায়ে ৩ ব্যবসায়ীকে ১৪০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া তাদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিনটি মামলা দায়ের করা হয়।