হাদী চকদার, ভূঞাপুর ( টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভুঞাপুরে করোনা রোগীর সাথে মেলামেশা নিয়ে সংঘর্ষে ১ জন আহত হয়েছে। ১৫ মে শুক্রবার উপজেলার মাইজবাড়ী গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ফলদা ইউনিয়ন আওয়ামীলীগে সাধারন সম্পাদক মো. খোরশেদ আলম গুরুত্বর আহত হন।
এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, ভূঞাপুর উপজেলার মাইজবাড়ী গ্রামের এক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়।।
উক্ত ব্যক্তির সাথে মেলামেশার জের ধরে একই গ্রামের কাদের মেম্বার ফলদা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ খোরশেদ আলমকে বেধরক মারধর করে। এতে খোরশেদ আলম গুরুতর আহত হন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত অবস্থায় খোরশেদ আলম কে ভুঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা দেয়া হচ্ছে।
উল্লেখ্য ইতিপুর্বে কাদের মেম্বার মাদক মামলায় দুই বার গ্রেফতার হয়েছিলেন।
উপরক্ত ঘটনার জেরে ভুঞাপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনত ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন ভুঞাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম।