হবিগঞ্জ-১(নবীগঞ্জ-বাহুবল) আসনের মাননীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ এর একান্ত ব্যক্তিগত প্রচেষ্টায় ১১নং গজনাইপুর ইউনিয়নে ২১৩ জনের মধ্যে এককালীন ভাতা প্রদান করছেন।
হবিগঞ্জের নবীগঞ্জে গজনাইপুর ইউনিয়ন পরিষদে এমপি মিলাদ গাজীর একান্ত প্রচেষ্টায় ১৫/০৫ /২০ ইং তারিখে রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা ২১৩ জনের মধ্যে বিতরণ করা হয়েছে।
(হবিগঞ্জ ১ নবীগঞ্জ বাহুবল) আসনের মাননীয় সাংসদ গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদের একান্ত সহযোগিতায় সমাজ সেবা অধিদপ্তর থেকে নবীগঞ্জ,বাহুবলের জন্য বরাদ্দকৃত বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়।
নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়নে ১ ম ধাপে ১৮৩ জন বয়স্ক, ১৫ জন বিধবা, ১৫ জন প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়েছে। এতে ১ ম ধাপে এককালীন বয়স্ক ভাতা প্রতিজনে ১২,০০০ টাকা ও বিধবা প্রতিজনে ১২,০০০ টাকা ও প্রতিবন্ধী প্রতিজনে ১৭,০০০ টাকা মোট ২১৩ জনের মধ্যে ২৭ লাখ ৬ হাজার ১ শত ১০ টাকা বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও ১১ নং গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ইমদাদুর রহমান মুকুল, সোনালী ব্যংকের ম্যানেঞ্জার, সমাজ সেবা অফিসের প্রতিনিধি সৈয়দ আহমেদ ইউনিয়ন সচিব সঞ্জয় দাশ,ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং আওয়ামিলীগের অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ।