দিপু আহমেদ,নবীগঞ্জ প্রতিনিধি
অদৃশ্য প্রাণগাতী কোভিড১৯ ভাইরাসের কারণে সারা পৃথিবীর মানুষ মানবেতর জীবন যাপন করছেন। সেই ধারাবাহিকতায় সমগ্র দেশবাসী আজ লকডাউনে এবং চরম হতাশগ্রস্থ ও আতংকের মধ্যে দিয়ে প্রত্যেকটি মুহুর্ত অতিবাহিত করছেন। যখন সবাই এই সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন ঠিক সেই মুহুর্তে নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানবতার সেবায় নিজেকে এগিয়ে দিয়েছে একজন করোনা যুদ্ধা অকুতোভয় অ্যাম্বুলেন্স ড্রাইভার,হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ এমপি মহোদয়ের উপহারকৃত গাড়ির ড্রাইভার
নবীগঞ্জ এর কৃত্বি সন্তান আব্দুল জলিল, পিতাঃ মৃত মোহাম্মদ হাসু মিয়া, গ্রামঃ নাদামপুর।
করোনা যেখানে পরিচয় করিয়ে দিয়েছে এক স্বার্থপর পৃথিবীর সাথে, ঠিক তার উল্টোতে মানবতার কিছু প্রতিরুপের সাথেও পরিচয় করিয়ে দিয়েছে। যারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানবতার সেবায় নিজেকে এগিয়ে দিয়েছে, সেলুট জানাই সে সকল করোনা যুদ্ধাদের। এমনি একজন করোনা যুদ্ধা করোনা রুগী পরিবহনের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। টাকার বিনিময়েও অনেক ড্রাইভার যেখানে করোনা রুগী পরিবহন করতে নারাজ সেসময়ে আব্দুল জলিল এই পর্যন্ত প্রায় ২১ জন রুগীকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালে এবং বাড়িতে পৌছে দিয়েছেন।
তাই নবীগঞ্জ-বাহুবল বাসি বিশেষ কৃতজ্ঞতা জানান করোনা যুদ্ধা মানবিক এই অ্যাম্বলেন্স চালক আব্দুল জলিল এর প্রতি।