হাদী চকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ ভূঞাপুর বাজারে ঈদকে সামনে রেখে করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করনে গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বণিক সমিতির ব্যবসায়ীদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সরকারি নির্দেশনা ও সকল শর্ত মেনে সীমিত আকারে দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়।।
এতে কিছু দোকানী এই শর্ত মানলেও বেশীর ভাগ দোকান ও শপিং কমপ্লেক্স মালিকরা মানছেন না এই শর্ত।।।
এ বিষয়ে ভূঞাপুর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক জনাব গোলাম কিবরিয়া মুকুল বলেন,, আসন্ন ইদুল-ফিতর কে কেন্দ্র করে সামাজিক দুরত্ব বজায় রেখে দোকানপাট খোলা থাকবে। এবং প্রতিটি দোকানে হ্যান্ড ওয়াস ও জীবানুনাশক স্প্রে বাধ্যতামুলক ব্যবহার করতে হবে।।
অন্যথায় ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।।
তিনি আরও বলেন,, সামাজিক দুরত্ব বজায় রাখতে বনিক সমিতির পক্ষ থেকে ৫০ জন ভলিন্টিয়ার নিয়মিত কাজ করে যাচ্ছে।।