মিজানুর রহমান বগুড়াঃ বগুড়ায় গত ২৪ ঘন্টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে পাঠানো ১৮৮ টি নমুনা পরীক্ষার ফলাফলে ১৪ জনের করোনা পজেটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
অতীতের সব রেকর্ড ভঙ্গ করে গতকাল শনিবার বগুড়া জেলার ১৮৮ টি নমুনা পরীক্ষার ফলাফলে ১৪ জনের করোনা পজেটিভ আসে। বগুড়ায় আক্রান্ত ১৪ জনের মধ্যে ১২ জন পুলিশ, ১ জন নার্স, ১ জন ট্রাক ড্রাইভার। ১২ জন পুলিশের মধ্যে ৭ জন কনষ্টেবল, ২ জন এটিএসআই, ২ জন এসআই, ১ জন নায়েক। তাদের সকলের বয়স ২০-৫৬ বছরের মধ্যে। তারা বর্তমানে বগুড়া পুলিশ লাইনসে চিকিৎসাধীন আছেন।
বাকী দুই জনের একজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের নব যোগদানকৃত নার্স। তার বয়স ২৬ বছর। তার বাড়ি সদরের নুনগোলা এলাকায়। তিনি গত ৭ মে ঢাকা থেকে বগুড়া আসেন। অপর জন সদরের গোকুল এলাকার। তার বয়স ৩৬ বছর। তিনি ঢাকা ফেরত ট্রাক চালক। গতকাল পর্যন্ত বগুড়ায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৭৫। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১। চিকিৎসাধীন ৬৪।