খাগড়াছড়ি দিঘীনালা উপজেলার দূর্ঘম সীমান্তবর্তী এলাকা নাড়াইছড়ি তে ১৬ মে উপজেলা প্রশাসন কর্তৃক হত দারিদ্র কর্মহীন গৃহবন্দী পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরন করেন উপজেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ।
কোভিড ১৯ (করোনা) সক্রামনরোধে টানা লগডাউনে বিপাকে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তাছাড়া শ্রমের চাহিদা কমে যাওয়ার ফলে অনিশ্চিত জীবনযাপন করছে দূর্ঘম জনপদে বসবাসরত দরিদ্র পরিবারগুলো। এমতাবস্থায় দিঘীনাল উপজেলা প্রশাসনের সদিচ্ছা ও জনপ্রতিনিধিদের সহযোগীতায় ৫০০ পরিবারের মাঝে ৩০ কেজি চাল,১ কেজি সোয়াবিন তৈল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম মসুর ডাল বিতরন করা হয়।
দিঘীনালা উপজেলা বাবুছড়া ধনপাতা এলাকা হতে কিছু তরুন সেচ্ছাসেবীদের মাধ্যমে কাধে করে দূর্ঘম নাড়াইছড়ি তে পৌছানো হয় এ ত্রান সামগ্রী। এ অসামান্য কাজে সহযোগীতা কারায় দিঘীনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্ল্যাহ নিজ ফেসবুকে সহযোগী জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তা ও সেচ্ছাসেবীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এরুপ সহযোগীতা ফলে নাড়াইছড়ি দূর্ঘম এলাকায় বসবাসরত মানুষের জন- জীবনে দু-চিন্তাহীন নতুন দিগন্তের সৃষ্টি হয়েছে। হাঁসি ফুটেছে অসহায় ক্ষুধার্থ পরিবারের মূখে যা টানা লগডাউনে অচিরেই হাড়িয়ে গিয়েছিল।